প্রথম ২০ জনের মধ্যে এডমিশন নিয়ে প্রজেক্ট মেম্বার হয়ে ক্যারিয়ার এবং ইনকামের সূযোগ নিন SBF এর সাথে
Success BIZ Family
প্রজেক্ট মেম্বার কি?
প্রজেক্ট মেম্বাররা হলো SBF যে সমস্ত সুডেন্টদের সাথে কোর্স শেষ করার পর দায়িত্ব শেষ না করে বরং কোর্স শেষ করার পর তাদের স্কীলের উপর ডিপেন্ড করে আরো ফোকাস দিয়ে তাদেরকে ইন্টার্নশীপে আওয়তায় রাখে এতে ঐ প্রজেক্ট মেম্বারদের সরাসরি বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করার প্রেকটিক্যাল অভিজ্ঞতা হয়।
যার ফলশ্রুতিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে SBF agency তে রিমোট জবের ও ব্যবস্থা করে দেওয়া হয়।
আমাদের প্রজেক্ট মেম্বাররা যে সকল সুযোগ সূবিধা পাবে:
- প্রমোশনের জন্য কন্টেন্ট এর আইডিয়া।
- সরাসরি প্রতিষ্ঠানের সাথে কাজ করার সূযোগ
- একজন ফ্রিল্যান্সারের আয় নির্ভর করে কাজ পাওয়ার উপর কাজ পেলে আয় হয় না পেলে আয় হয় না। আর সেদিক থেকে একজন প্রজেক্ট মেম্বার যখন কোর্স শেষ করার পর ইন্টার্নশীপ শেষ করে রিমোট জবের সূযোগ পাই তাহলে সেক্ষেত্রে তাকে কাজ নিয়ে টেনশান করতে হয় না, কারন কাজ কিন্ত সে পেয়ে গেছে এখন করলেই শুধু তার আয় হয়।
- অফিস কর্তৃক Appointed হওয়ার সূযোগ য়ের সূযোগ।
- আনলিমিটেড আয়ের সূযোগ।
- প্রজেক্ট বা ক্লাইন্টের কাজ ডেলিভারির সাথে সাথে নিজের আয়ের টাকা পেইড হয়ে যাবে।
- সফটওয়্যারের কেন ঝামেলা নাই।
- নিজের কোন ওয়েব সাইটের ও ঝামেলা নাই
- ক্লাইন্ট ডিমান্ড সার্ভিস এবং প্রোডাক্ট নিয়ে কাজ করা।
- নিজস্ব মার্কেট এবং একটি ব্র্যান্ড তৈরি হয়ে যাওয়া
- প্রতিষ্ঠানের সাপোর্ট
- প্রাকটিক্যাল নলেজ
- এই প্রক্যাটিক্যাল নলেজ এর জন্য কোর্স শেষ করার সাথে সাথে মার্কেট এনালাইসিস এর কাজ অনেকটা কমে যাবে।
- যার কারনে সরাসরি কোর্স শেষ হওয়ার পর প্রজেক্ট মেম্বারদের আয়ের পাশাপাশি মার্কেট ডিমান্ড অনুযায়ী নিজস্ব নিশ অনুযায়ী উক্ত কাজ গুলো করে আয়ের পরিমান বৃদ্ধি করা।
- ক্লাইন্ট ডিমান্ড অনুযায়ী পোটফলিও তৈরি হওয়া
- ক্লাইন্ট কে প্রিভিয়াস কাজের সেম্পল দেখাতে ফিডব্যাক পাওয়া
- সর্বোপরি বর্তমান ট্রেন্ড অনুযায়ী স্কীল/কাজে/আয়ে সবদিকেই নিজেকে আপডেট রাখা
- সর্বোপরি বর্তমান ট্রেন্ড অনুযায়ী স্কীল/কাজে/আয়ে সবদিকেই নিজেকে আপডেট রাখা
আমি কিভাবে প্রজেক্ট মেম্বার হতে পারি?
সেক্ষেত্রে শুধু মাত্র SBF এর ফ্রি অনলাইন সেমিনারে বাচাই পর্বে সিলেক্ট হতে হবে।
প্রতিষ্ঠানের দেওয়া নিদিষ্ট সময়ের মধ্যে আপনার নিশ অনুযায়ী স্কীল কে কেন্দ্র করে উক্ত বিষয়ের উপর অফারের সময়ে প্রথম ২০ জনের মধ্যে কোর্স এনরোল করে প্রজেক্ট মেম্বার হিসেবে এডমিশন নিতে হবে।
তবে বর্তমানে অফিস ম্যানেজমেট/স্পোকেন ইংলিশ কোর্স ছাড়া যে কোন ১ টি কোর্স অফারের মধ্যে মানে প্রথম ২০ জনের মধ্যে নিলেই) প্রজেক্ট মেম্বার হওয়া যাবে।
বি:দ্র: ১লা জানুয়ারি ২০২৫ ইং হতে প্রজেক্ট মেম্বার হতে হলে যে কোন ২ টি কোর্স একসাথে এনরোল করতে হবে