কীভাবে ভিডিও এডিটিং আপনার ক্যরিয়ারকে অন্য এক রুপ দিতে পারে

Boss, আজকের ডিজিটাল দুনিয়ায়, যেখানে ভিডিও কন্টেন্টের রাজত্ব চলছে, সেখানে ভিডিও এডিটিং যে শুধুমাত্র একটা কাজ বা দক্ষতা, বিষয়টি কিন্তু এমন না। সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্মে ভিডিও কন্টেন্টের জনপ্রিয়তা যে সর্বোচ্চ, সেটা তো আমাদের চোখের সামনেই। ভিডিও এডিটররা হলেন আড়ালের সেই শিল্পী যারা Raw ফুটেজের মধ্যে থেকে গল্প খুঁজে বের করেন, ইমোশনকে জাগিয়ে তোলেন এবং অডিয়েন্সের মনে একটি ছাপ ফেলেন। তাই আপনি যদি একটু ক্রিয়েটিভ ডিজিটাল ক্যারিয়ারে আগ্রহী হন এবং নিজের কাজ দিয়ে মানুষকে প্রভাবিত করতে চান, তাহলে ভিডিও এডিটিং আপনার জন্য হতে পারে স্বপ্নের ক্যারিয়ার। চলুন দেখে নেই, কিভাবে ভিডিও এডিটিং আপনার ক্যারিয়ারকে অন্য এক উচ্চতায় নিয়ে যেতে পারে।

ঘড়ে বসে ফ্রিল্যন্সিং

কনটেন্টের এই যুগে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে দক্ষ ভিডিও এডিটদের এই যুগে চাহিদা কি পরিমান তা আমার থেকে ভালো আপনারা জানেন। আপনি যদি ভিডিও এডিটিং প্রপারলি শিখে ফেলতে পারেন, তাহলে আপনার জন্য খুলে যাবে বিশ্বের বিভিন্ন দেশে কাজের অপরচুনিটি। তবে হ্যা, ফাঁকিবাজি করলে দেশে ও কেউ কাজ দিবেনা বস !

কন্টেন্ট ক্রিয়েশন

বর্তমান যুগ কনটেন্টের যুগ, দিন রাত শুধু কনটেন্ট কনজিউম না করে, এখন সময় এসেছে কনটেন্ট ক্রিয়েট করার। আপনাকে সবাই বলবে কাজ শিখে ফ্রিল্যান্সিং করো, জব করো, তবে কনটেন্ট ক্রিয়েট করার সাহসীকতা পাওয়াটা এতটা সহজ না বিধায় কেউ সহজে সেটি করতে পারেনা। তবে একবার সেটি শুরু করে ফেলতে পারলে, আপনার জন্য খুলে যাবে একাধিক আয়ের মাধ্যম।

জব অপরচুনিটি ( ফিজিক্যল বা রিমোট )

আপনাকে আমি একটা চ্যালেঞ্জ দেই, আপনি আমাকে ৫ টি কোম্পানির নাম খুজে বের করে দিন, যাদের টিমে কোনো ভিডিও এডিটর নেই। যদি দিতে পারেন তাহলে আপনার জন্য স্পেশাল উপহার! আমি জানি আপনি পারবেন না। কারণ বর্তমান এই মিডিয়ার যুগে এমন কোনো কোম্পানি নেই বা বিজনেস নেই, যাদের অনলাইনে প্রচারণা করতে হয়না। তাদের সকল কনটেন্ট এডিট করে দিতে হয় একাধিক ভিডিও এডিটরকে। আর যতই দিন যাচ্ছে ভিডিও এডিটরদের চাহিদা প্রতিনিয়ত বেড়েই চলেছে। তবে এটা সত্য, চাহিদা অনুযায়ী দক্ষ এডিটর আমাদের দেশে তেমন একটা নেই, তাই এই সুযোগটি লুফে নিতে হবে আপনাকেই।

নিজের এডিটিং এজেন্সি

আচ্ছা, আমরা টিভিতে যেই সুন্দর সুন্দর বিজ্ঞাপনগুলো দেখি এগুলো কারা তৈরি করে? কোনো না কোনো ক্রিয়েটিভ এজেন্সি। এজেন্সির উদ্ধেশ্য থাকে একাধিক স্কিলড পার্সনদেরকে এক করে দেশ ও বিদেশে সার্ভিস দিয়ে যাওয়া। এবং যদি আপনারও সেই স্কিল থাকে আপনিও হতে পারেন নেক্সট কোনো এজেন্সির ফাউন্ডার শুধু প্রয়োজন সঠিক মাইন্ডসেটের।

ওয়ান ম্যান আর্মি

নিজের ইউটিউব কনটেন্ট নিজেই এডিট করা, , নিজের ইমাজিনেশনকে বাস্তবে তুলে ধরা, ভার্সিটির বা কলেজের প্রজেক্টের সকল ভিডিও নিজে এডিট করা, নিজের পোর্টফোলিও তৈরি করা বা ফ্যামিলি ফাংশনে ভিডিও বানিয়ে ফ্যামিলির সবাইকে তাক লাগিয়ে দেয়া, আর তাঁদের ভিডিও এডিটিং করতে আপনার চারপাশে ঘুরপাক খাবেই, তাই নিজেই হয়ে যান ওয়ান ম্যান আর্মি।

কেন এই কোর্স

video-player

এডভান্স মডিউল

আমাদের এই কোর্সে থাকছে Premier Pro After Effects এর আপগ্রেডেড এডভান্স মডিউল। বেসিক টুলসের ব্যবহার শিখাটা খুবই সহজ এই যুগে কারণ ইউটিউবে গেলেই হাজারো রিসোর্স আমরা খুজে পাই, কিন্তু প্রফেশনাল কাজের জন্য আমাদেরকে যেতে হয় আরো গভীরে, এর এই গভীরে গিয়ে এডভান্স সব টেকনিক এপ্লাই করে তৈরি হয় সুন্দর সব কনটেন্ট। এর আমাদের মেইন ফোকাস আপনাদের এই এডভান্স বিষয়গুলো হাতে ধরিয়ে দেয়া।

dubbing

ভয়েস ওভার ক্লাস

আপনাদের জন্য এবার থাকছে সাক্সেস বিজ এর ভয়েস আর্টিস্ট সারমিন আক্তার স্বরনালী ভয়েসওভার ক্লাস। আমরা এখানে কিভাবে একটি কন্টেন্টে সুন্দরভাবে ভয়েসওভার দিতে হয় সেটি শিখব, শব্দের বাঁচনভঙ্গি, শুদ্ধ উচ্চারন, আবৃত্তি এবং ভয়েস টোন নিয়ে জানবো। এস বি এফ এর কনটেন্টের হার্ট হলো সুন্দর ভয়েসওভার যেটি মানুষকে এতোটাই মুগ্ধ করেছে যে, তাদের হাজারো আবদারের পর এইবার আমরা শুধু আপনাদের জন্য নিয়ে আসছি ডেডিকেটেড ভয়েসওভার ক্লাস ।

script

স্ক্রিপ্ট রাইটিং ক্লাস

একটি কন্টেন্টের জন্য কিভাবে স্ক্রিপ্ট লিখবেন এবং প্লটগুলো সাজাবেন তার উপর থাকছে স্পেশাল ক্লাস যা আমরা সচরাচর কোনো কোর্সে দেখতে পাইনা। আপনি যদি আপনার কনটেন্টকে মানুষের সামনে প্রেজেন্ট করতে চান, আপনি যতই ভালো ভিডিও এডিটিং করেন না কেনো, আপনাকে কনটেন্ট শুট ও ভয়েসওভার দেয়ার সময় পারফেক্ট স্ক্রিপ্ট লাগবেই।

editing

এডিটিং ব্রেকডাউন

প্রফেশনাল এডিটরদের ভিডিওগুলো তারা কীভাবে বানায় তা নিয়ে কৌতূহল আমাদের রয়েই যায়। এর এবার আপনাদের জন্য বোনাস হিসেবে আমরা নিয়ে এসেছি শুধু Renown  চ্যানেলগুলোর ভিডিও এডিটিং ব্রেকডাউন৷ এবার আপনারা জানতে পারবেন আসল এডিটিং সিক্রেট যা আমরা আগে কখনো কোনো কোর্সে দেখিনি৷

online-chat

ফ্রিল্যন্সিং গাইডলাইন

কাজ পারি, কিন্তু কাজগুলো পাবো কীভাবে ? কীভাবে আমি ক্লায়েন্ট খুজে পাবো আমার স্কিল অনুযায়ী? এবার দেয়া হবে এর উত্তর। এবার থাকছে একজন নয়, দুইজন নয়, মোট  ৬ জন টিচার নিয়ে এক সপ্তাহের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ফাইভার, আপওয়ার্ক ও ক্লায়েন্ট হান্টিং নিয়ে ডেডিকেটেড ক্লাস ৷

video-editing

ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এডিটিং

আপনি অনলাইনে ২ ধরনের কোর্স পাবেন- যাদের কোর্সে বেসিক কাট, ট্রিমিং এর ট্রানজিশন শিখিয়ে সোজা নামিয়ে দেয়া হয় মার্কেটপ্লেসে বেসিক কাজ করে আয় করতে, আর আরেক ধরনের কোর্স পাবেন যাদের কোর্সে দেখানো হবে প্রফেশনালরা কীভাবে তাদের এডিটিংগুলো করে। এখানে আপনি লোভে পরে প্রথম টাতেই হাত দিবেন কারণ আপনার এখনই টাকা দরকার, আপনি অনেক অভাবে আছেন, ইত্যাদি ইত্যাদি, কিন্তু বুদ্ধিমানরা বাছাই করবে ২য় অপশন, কারণ তারা জানে যেই স্কিলের মান বেশি তার ভবিষ্যতের চাহিদাও বেশি।

montage

প্রিমিয়াম রিসোর্স

কোয়ালিটিফুল ভিডিও এডিটিং এর জন্য যে যে প্রিমিয়াম রিসোর্সগুলো প্রয়োজন সেগুলো আমরা এই কোর্সে দিয়ে দিব কারণ এগুলো ছাড়া অনেকটাই কঠিন হয়ে যায় ভালোভাবে একটি ভিডিও তৈরি করাটা। স্টুডেন্টদের কাজকে আরো সহজ করে তুলতে আমরা আপনাদের জন্য পেইড যত রিসোর্স আমরা ব্যবহার করি, সেগুলো সম্পুর্ন ফ্রি তে দেয়ার উদ্যোগ নিয়েছি, আশা করছি এটি আপনাদের অনেকটাই কাজকে সহজ করে দিবে,

online-support

লাইভ ক্লাস এবং সাপোর্ট

ZOOM-এর মাধ্যমে আমাদের লাইভ ক্লাসগুলো হবে এবং সেখানেই পেয়ে যাবেন সাপোর্ট। কোনো কারনে লাইভ ক্লাস মিস করলেও কোনো ভয় নেই, পেয়ে যাবেন ক্লাস রেকর্ড।

access

লাইফটাইম এক্সেস

থাকছে লাইফটাইম কোর্স এক্সেস। কোর্সের সময় শেষ হওয়ার পরেও আপনি পরবর্তীতে ভিডিওগুলো দেখে প্রাক্টিস করতে পারবেন।

offer-letter

কাজের সুযোগ

কোর্সে ভালো দক্ষতা দেখাতে পারলে থাকছে এস বি এফ টিমে যুক্ত হওয়া এবং কাজের সুযোগ।

শুধু উপর থেকে সবকিছু আছে বলে গেলেই হবেনা!

একটি কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয়ই হলো তার কারিকুলাম, তবে এটা সত্য অনেকেই তাদের কোর্সে শিক্ষার্থীদের ভর্তি করাবার আগে না দিয়ে থাকে প্রপার কারিকুলাম, না দিয়ে থাকি প্রপার টপিক বেইজড আউটলাইন, না দিয়ে থাকে টপিক লিস্ট। তবে তারা আশ্বাস দিয়ে থাকে সবকিছু একদম বেসিক টু এডভান্স শিখাবে, যেটি আমি বা কেউ ই চাইলেও কখনো এক কোর্সে পারবেনা। একজন শিক্ষার্থী হিসেবে এটি আপনার অধিকার আপনি যেই কোর্সের জন্য পেমেন্ট করছেন, তার কারিকুলাম এবং টাইমলাইন জেনে নেয়া।

সিট সংখ্যা শেষ হওয়ার আগে

Scroll to Top